ব্রাহ্মণবাড়িয়া সহ জটিল শব্দ লিখুন অভ্র দিয়ে | Avro And Ridmic keyboard bangla typing tutorial | Radio shofi

বর্তমানে সবথেকে বেশি ব্যাবহারিত Keyboard/কি বোর্ডের মাঝে অভ্র/Avro এবং রিডমিক কি বোর্ডের প্রচলন বেশি। 
আমাদের প্রায় প্রত্যেকের মোবাইলে আমরা এই কি বোর্ড ব্যাবহার করে থাকি। 
আমাদের প্রানের ভাষা বাংলা যেটা স্বাধীন করতে গিয়ে নানান ইতিহাস রচিত হয়েছে কিন্তু এরিই মাঝে আমরা আরেকটি ভাষা জয় করে নাম দিয়েছি সেটা হল বাংলিশ/Banglish। 
এক সময় আমাদের মোবাইলে বাংলা অক্ষর / Bangla Font  সাপোর্ট করতো না সে সময় আমরা যারা অল্প শিক্ষিত ছিলাম আইমিন আমরা সবাই তো আর ইংরেজি বলতে পারিনা তবে ইংরেজি অক্ষরের উচ্চারণ অনুযায়ী আমরা লিখতে পারতাম বাংলা যেমন, আমি ভালো আছি - Ami Valo Achi.. আমার সোনার বাংলা - Amar Sonar Bangla ইত্যাদি। 

বন্ধুরা আমি যে কিবোর্ড দিয়ে লিখছি এটাও অভ্র - আমাদের টুকটাক বাংলিশ লেখার অভ্যাস আছে এই জন্য এটা ব্যাবহার করতে তেমন ঝামেলা হয়না। 
কিছু কিছু শব্দ আছে যেগুলো অভ্র দিয়ে লিখতে খানিকটা ঝামেলা হয় এই জন্য ভাবলাম এটা নিয়ে একটা পোস্ট লিখি।
যদিও ইনস্টাল করা এপ্সের ভিতরে গিয়ে আপনি সব রকমের হেল্প পেয়ে যাবেন তবুও আমার মত করে একটু প্রকাশ করবো ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

প্রথমত আলোচিত আমাদের " ব্রাহ্মণবাড়িয়া " এখানে বিভিন্ন সময়ে নানা আজগুবি ঘটনা ঘটে চলেছে যেগুলো মুহুর্তে ভাইরাল হয়। 
যেমন বিয়ে বাড়িতে খাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু গ্রুপের সংঘর্স। 
আমরা অনেকেই আলোচিত শহরের নাম নিয়ে স্টাটাস দিতে চাই কিন্তু বেশিরভাগ লোকই উক্ত বানান অভ্র বা রিডমিক দিয়ে লিখতে পারিনা। 
ব্রাহ্মণবাড়িয়ার যে সবিই খারাপ গুন তা কিন্তু নয় - তাদের ভালো দিক গুলো নিয়ে আমি অন্য একটি স্টাটাসে আলোচনা করবো। 

চলুন শিখতে থাকি অভ্র দিয়ে টাইপিং 
ব্রাহ্মণবাড়িয়া - 
ব্রা - bra - হ্ম - hm - N - ণ - ba - বা - Ri - ড়ি - Ya - য়া 
পরীক্ষা -
প - P - রী - rI - ক্ষা - kkha
উৎস -
উ - u - ৎ - TH - স - s
দৃষ্টি -
দৃ -drri - ষ্টি - Shti
নোংরা-
নো - nO - ংং- ng - রা - ra
অশ্লীল -
অ - o - শ্লী - Sli - ল - l
তাঁরা -
 তাঁ - ta -  ঁঁ  qq - রা - ra
অভিজ্ঞ- 
অ- o - ভি - vi - জ্ঞ - gg
ঋষি -
 ঋ -  rri - ষ - Shi 

অভ্র কি বোর্ড দিয়ে বাংলা টাইপিং

আপনাদের মুল্যবান মন্তব্য পেলে আরো লিখবো তাই জানাবেন অবশ্যই কেমন লাগলো। 
  
                                       
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url