অশহায়দের পাশে ফ্রী-মোশন | Free Motion By Firoz Hasan

উপরে হেলমেট পরা ছবিটি প্রায় মানুষের কাছে পরিচিত হলেও মাত্র অল্প সংখ্যক মানুষ তার চেহারা দেখতে পেরেছে তাও আবার সোস্যাল মিডিয়াতে অনেক খোজাখুজির পর। 
মূলত নিজের ফেসকে ক্যামেরার আড়ালে রেখে গোপনে দান করাই তার মহৎ উদ্দেশ্য।
মানবিক সেবাকেই যিনি জীবনের লক্ষ্য হিসাবে বেছে নিয়ে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে খুঁজে বেড়ান সুবিধাবঞ্চিত অশহায় মানুষগুলোর পাশে একটু মানবিক হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
সোস্যাল মিডিয়ার চোখে যিনি "মানবতার ফেরিওয়ালা নামেও পরচিত" হ্যা আমি ফ্রী মোশনের ফিরোজ হাসান ভাইয়ের কথায় বলছি।

FREE MOTION অর্থাৎ বাংলাতে বিনামূল্যে গতি এই নামটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব ব্যবহারকারীদের কাছে খুবই পরিচিত।

মানবিক সহায়তা করার জন্যই মূলত "ফ্রী মোশন" নামকে বেছে নিয়েছিলেন ফিরোজ হাসান ।
ভ্রমণে সুবিধাবঞ্চিত অশহায় মানুষের ভিডিও কন্টেন্ট তৈরি করে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে মানুষের বিবেগকে জাগ্রত করাই তার উদ্দেশ্য।

তবে অবাক করার বিষয় হলো প্রথম অবস্থায় এ বিষয়ে ফিরোজ হাসানের তেমন কোনো পরিকল্পনা ছিল না। ভ্রমণের সুবাদে সুবিধাবঞ্চিত মানুষগুলোকে দেখে সেচ্চায় তাদের সাহায্যে এগিয়ে আসতে শুরু করেন। 

প্রথম দিকে ভিডিও করার ভাবনা মাথায় না থাকলেও পরবর্তীতে মানুষের মাঝে মানবিক চেতনাকে ছড়িয়ে দিতে তিনি ভিডিও কন্টেন্ট তৈরি করা শুরু করেন। যার শুরুটা ছিলো ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে।

শুধু তাই নয়,অসহায় মানুষদের সহযোগিতা করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে 'Free Motion' এর মালিক এবং প্রতিষ্ঠাতা ফিরোজ হাসানকে ।
ফিরোজ হাসান তার অফিসিয়াল ফেইসবুক পেইজে এই বিষয়ে একটি সতর্কতা মূলক পোষ্ট পিন করে রেখেছে।
তিনি বলেন 'কিছু অসাধু ব্যক্তি আমার নাম ও পেজের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে ডোনেশন নিচ্ছে। আবার অনেকেই ফেইক আইডি করে মানুষকে প্রতারিত করছে, যেটি খুবই দুঃখজনক। এতোকিছুর পরেও যে মানুষের সেবা করতে পারছি সে জন্য আল্লাহর কাছে শুকরিয়া।

তিনি আরও বলেন, চলার পথে সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর ভিডিও তৈরির মূল উদ্দেশ্যই মানবিক কাজে মানুষকে উৎসাহিত করা। কেননা আমি বিশ্বাস করি, প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই একদিন সমাজ থেকে দারিদ্রতা এবং অসহায়ত্ব দূর হবে ইনশাআল্লাহ।
For know more stay with us

free motion by firoz hasan
Free Motion - File Photo


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url