ফেসবুক পাশওয়ার্ড ভুলে গেলে ৫ মিনিটে রিসেট করুন

ভুলে যাওয়া ফেসবুকের পাশওয়ার্ড রিসেট করুন মাত্র ৫মিনিটে।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজ আবার চলে এলাম আপনাদের জন্য একটি দরকারি টিউটোরিয়াল নিয়ে। আশাকরছি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা ভুলে যাওয়া ফেসবুক পাশওয়ার্ড পুনরায় রিসেট করতে পারবেন।

আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনার ফেসবুক আইডি ১০০% ব্যাক আসবে যদি আপনার কাছে ফেরত যোগ্য ফেসবুক আইডির মোবাইল নাম্বার অথবা ইমেইল থাকে। অবশ্যই আপনার ফেসবুক আইডি যে নাম্বার অথবা ইমেইল দিয়ে তৈরি করেছিলেন সেটা থাকতে হবে। 

মোবাইল নাম্বার আছে,পাশওয়ার্ড মনে নাই।

অনেক ভাই ব্রাদার ও আপুরা তাড়াহুড়ো করে ফেসবুক আইডি খুলে ব্যবহার করেন, কিছুদিন পর দেখা যায় যেকোনো কারণ বসত ফেসবুক আইডি লগ-আউট হয়ে যায়, এরপর আপনার আইডিতে আর প্রবেশ করতে পারছেন না। তখন আপনি ব্যাপক হতাশায় পড়ে যান কেননা একটা ফেসবুক আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধিরে ধিরে। 
আসেন দেখে নেয় কিভাবে ফেসবুক আইডির পাশওয়ার্ড রিসেট করবেন।

আপনি যখন ফেসবুকে প্রবেশ করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। উপরের বক্সে লিখুন আপনার মোবাইল নাম্বার অথবা ইমেইল - Mobile number or email address. 
পাশওয়ার্ডের স্থানে যে কোন কিছু দিয়ে Log in এ ক্লিক করুন। লাল বর্ণে লেখা থাকবে Incorrect Password. এবার এক্কেবারে নিচেই দেখুন Forgotten password. 
ফরগোট পাশওয়ার্ডে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটার নাম্বার, নাম,প্রোফাইল পিকচার প্রদর্শন হবে।

এবার Continue বাটনে ক্লিক করুন, তারপর আপনার মোবাইল নাম্বারে ৬সংখ্যা অথবা ৮সংখ্যা বিশিষ্ট একটি OTP কোড পাঠাবে ফেসবুক। কিছু সময়ে কলও আসতে পারে টেক্সট মেসেজও আসতে পারে। যেটাই আসবে সেটি নিচের চিত্রের মত বক্সে বসিয়ে দিন।

এখানে কোডটি বসিয়ে Continue করুন, এরপর নতুন পেইজ ওপেন হলে নতুন পাশওয়ার্ড বসিয়ে দিন ব্যাস কাজ শেষ। 
অবশ্যই স্ট্রং-Strong পাশওয়ার্ড ব্যাবহার করবেন। Strong Password Example ( 2B@5a#92)
এরকম ভাবে আপনার যেটা মনে থাকবে সেটাই দিবেন। 
তো এই ছিলো আজকের টিউটোরিয়াল, আশাকরি উপকারে আসবে। 
যে কোন ফেসবুক আইডির যে কোন সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আজকের মত বিদায় নিচ্ছি,আল্লাহ হাফেজ। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url