ফেসবুকে দেওয়া ভুল নাম পরিবর্তন করুন মোবাইল দিয়ে | Facebook Name Poriborton 2022

 মোবাইল দিয়ে খুব সহযে ফেসবুকের নাম চেঞ্জ করুন।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশাকরি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজ আবার চলে এলাম খুব ছোট্ট এবং সহজ একটি টিউটোরিয়াল নিয়ে, আশাকরি আজকের লেখাটি ভালো লাগবে।
আজ আমরা দেখতে চলেছি কিভাবে মোবাইলের মাধ্যমে আমাদের ফেসবুকের ভুল নামটি সংসোধন করে নতুন নাম অর্থাৎ সঠিক নাম সেট করতে হয়।
ফেসবুকের নাম পরিবর্তন

ফেসবুকের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।অনেকই ফেসবুক আইডি খোলার সময় একিই নাম দুই তিনবার দিয়ে  ফেলেন, যেটা পরবর্তীতে খুব বাজে দেখায়। আর সেই নাম অনেকেই চেঞ্জও করতে পারেনা যার ফলে খানিকটা হতাশাও বটে।
আসেন আজ দেখে নেই কিভাবে ফেসবুকের নাম বদলাতে হয়। 
ফেসবুক সেটিং

প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা অফিশিয়াল ফেসবুক এপ্সটি ওপেন করুন।
এরপর এক্কেবারে উপরে থাকা থ্রিডট মেনুতে ক্লিক কতে নিচের দিকে স্ক্রোল করলে পেয়ে যাবেন Settings & privacy - সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে।

Settings এ ক্লিক করুন। সেটিংস অপশনের মাধ্যমে আপনি ফেসবুকের যাবতীয় তথ্য গুলোর সুরক্ষা দিতে পারবেন। আপনার ফেসবুক আইডির পাশওয়ার্ড ভুলে গেলে পাশওয়ার্ড রিসেট করা শিখে নিতে পারেন। সেটিং এ ক্লিক করার পর ফের নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হবে। 
পার্শোনাল ইনফরমেশন
দেখতে পাচ্ছেন Personal and account information হ্যাঁ, আমরা যেহেতু নাম পরিবর্তন করতে চাচ্ছি অবশ্যই আমাদেরকে পার্শোনাল ইনফরমেশন সেটিং এ যেতে হবে।
আপাতত আর কোথাও ক্লিক করার দরকার নাই,শুধুমাত্র এরো চিনহের উপর ক্লিক করুন। 
এবার দেখুন এরকম নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হয়েছে। 


এখানে আপনার ফেসবুকের বর্তমান নামটি শো করবে,এই নামকে পরিবর্তন করতে Name অপশনে ক্লিক করুন।
আমাদের আজকের টিউটোরিয়ালের কাংখিত গন্তব্যে আমরা চলে এসেছি, নামের উপর ক্লিক করার পর নতুন ইন্টারফেস চলে এসেছে। 
ফেসবুক আইডির নাম বদলানো

এবার আগের নাম মুছে দিয়ে নতুন নাম বসিয়ে দিন, ব্যাস কাজ শেষ।

Name Change Example.
First Name : Md
Middle Name : Arafat 
Last Name : Hossen 

এভাবে নাম পদবি সঠিক ভাবে লিখে নিচেই Review Change এ ক্লিক করুন। তারপর আপনি যে নামটি ব্যবহার করতে চাচ্ছেন তারিই একটা নমুনা প্রদর্শন হবে যেমন,(1) Md Arafat Hossen (2) Hossen Arafat Md যেটা আপনি চয়েস করবেন তার উপরে ক্লিক করে নিচেই পাশওয়ার্ড দিয়ে / আপনি ফেসবুকে যে পাশওয়ার্ড ব্যবহার করছেন।
পাশওয়ার্ড বসিয়ে দিন, ব্যাস হয়ে গেলো আপনার নাম পরিবর্তনের কাজ।
যদি কোন সমস্যা কিংবা বুঝতে না পারেন তাহলে জানাতে পারেন। আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url