প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র ভিডিও বানানোর নিয়ম | Make Documentary Video Bangla

প্রিয় ভাই বন্ধু এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি রেডিও শফি ব্লগের পক্ষ থেকে 'আমি শফি' আপনাদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন,ভালো আছেন তো! আশাকরি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজকের লেখাটি হতে যাচ্ছে বিশেষ কিছু মানুষের উদ্যেশ্য স্বরুপ। অনেকই আগ্রহবোধ প্রকাশ করেছেন যে,কিভাবে প্রামাণ্যচিত্র ও প্রতিবেদন বানানো যায় এবং কিভাবে দ্রুত জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে প্রবেশ করা যায়।
আমরা আজকে ধিরে ধিরে এগিয়ে যাবো এই বিষয়ের ভিত্তিতে আর অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে ধারণা নিবো কিভাবে আমরা বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় টপিককে টার্গেট করে 'প্রতিবেদন অথবা প্রামাণ্যচিত্র নির্মাণ করতে পারি। আশাকরি সম্পুর্ন লেখা পড়বেন নয়লে বুঝতে পারবেন না কিছুই। 

কিভাবে প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র বানাতে হয়
Documentary Label By Radio Shofi.

আমি যেভাবে প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র বানায়।

সর্বপ্রথম আপনাদেরকে আমি ধন্যবাদ দিবো কেননা আমার অতি স্বল্প জ্ঞানের ধারাবাহিকতায় নির্মিত ভিডিও গুলো আপনারা Accept করছেন। সাথে সাথে আরও অনেক প্রিয় ভিউয়ারস আমাকে মেসেজ/ইমেইল করে আগ্রহ প্রকাশ করেছেন যে 'আমার সাথে কাজ করতে চান।
কিছুদিন আগে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম তারিই ভিত্তিতে আজকের এই পোস্টটি লেখা।
আশাকরি পুনরায় একটু চোখ বুলিয়ে নিবেন সেই পোস্টের কথা গুলো।
বিনা স্বার্থে যদি কোন ভাই অথবা বোন আমার সাথে এই পেইজে কাজ করতে চান তাহলে ইনবক্স করবেন।
বিনা স্বার্থে কেন বললাম শোনেন!
অনেকই হয়তো মনে করে থাকেন ফেসবুকে ভিডিও দিলেই ইনকাম হয় আর হয়তো আমি ইনকাম করছি। এটাও ভাবতে পারেন যে আমাদেরকে ব্যবহার করে 'শফি' ইনকাম করে নিবে। আসলেই ব্যাপারটা এমন না।
ফেসবুক পেইজে ভিডিও দিলেই ইনকাম হয়না। ফেসবুক পেইজ থেকে ইনকাম করতে গেলে অবশ্যই একটা পেইজকে সেই লেভেলে শর্ত সাপেক্ষে গড়ে তুলতে হয়। একটি গাছ লাগানোর সাথে সাথে ফল আশা করাটা বোকামি। 

আর অনেকই আছে যারা টাকা দিয়ে কন্টেন্ট ক্রয় করে,,,টাকা খরচ করে প্রমোট করিয়ে ভিউস কাউন্ট করে। আমি ভাই ওসব দলে নাই। সত্য বলতে আমার টাকা নাই☹️
যদি কেও ভালোলাগার স্বার্থে কাজ করতে চান,আমার মত কাজ শেখার উদ্যোগে এগিয়ে যেতে চান তারা  যোগাযোগ করতে পারেন।
আর আয় ইনকাম যদি কখনো সম্ভব হয় সেদিন বিশ্বাসের সাথে ভাগ পাবেন ❤️
এর আগে টাকা টাকা করা যাবেনা। ভালো কন্টেন্ট বানানোর কথা ভাবতে হবে,,,টাকা অপশন ভুলে যেতে হবে। ধরে নিতে হবে এখান থেকে টাকা ইনকাম করা যায় না। জাস্ট ভিডিও মেকিং শেখার জন্যেই কাজ করছি। মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি 'এটাই' 🙂
যদি কাওকে না পায়,,,এটাই সত্য যে,আল্লাহ সুস্থ রাখলে, মোবাইলটা ঠিক থাকলে আমি একাই কাজ করে যাবো। 
তবে ভিডিও দিতে একটু লেট হয়ে যাবে (কারণ আছে)
ভালো থাকুন,সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন,আল্লাহ হাফেজ।

আসুন এবার মূল বিষয়ের দিকে যায়।

এই পোস্ট পাব্লিস করার পর অনেকই আমাকে নক দিয়েছেন এতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সবাই জানতে আগ্রহী ''ভিডিও বানাতে হলে কি কি করতে হবে।
প্রামাণ্যচিত্র এবং প্রতিবেদন দুটোই সম্পুর্ন আলাদা জিনিস তবুও কার্য ক্ষেত্রে ও ভিডিও অনুযায়ী প্রামাণ্যচিত্রের ভিতরে প্রতিবেদনের সংমিশ্রণ ঘটানো সম্ভব আবার প্রতিবেদনের মাঝেও প্রামাণ্যচিত্রের সংমিশ্রণ ঘটানো সম্ভব।
আপনি যদি কোন স্থান সম্পর্কে প্রতিবেদন বানাতে চান তাহলে অবশ্যই আপনাকে চিত্র ও প্রতিবেদন 'এই দুটোরিই দরকার হবে।
এর পাশাপাশি উক্ত স্থান সম্পর্কে প্রয়োজনিয় তথ্যেরও দরকার হবে।

আসুন একনজরে জেনে নিবো প্রতিবেদন কি?

প্রতিবেদন নিয়ে উইকিপিডিয়া বলছে' প্রতিবেদন হলো এক প্রকার নথি, যা একটি নির্দিষ্ট শ্রোতা ও উদ্দেশ্যের জন্য একটি সংগঠিত বিন্যাসে তথ্য উপস্থাপন করে। যদিও প্রতিবেদনের সারাংশ মৌখিকভাবে প্রদান করা যেতে পারে, তবে সম্পূর্ণ প্রতিবেদন প্রায়শই লিখিত নথির আকারে প্রকাশ করা হয়।

প্রতিবেদন শব্দটি ইংরেজি শব্দ Report থেকে এসেছে। যার অর্থ সমাচার,বিবৃতি বা বিবরণী। নির্দিষ্ট কোন বিষয় সংশ্লিষ্ট যাবতীয় প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুসংগঠিত করে বিবরণী আকারে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করাই হল প্রতিবেদন।

যেকোন নির্দিষ্ট বিষয় নিয়ে তথ্য সমৃদ্ধ বিবরণীকেই সংক্ষেপে প্রতিবেদন বলা যেতে পারে।
যেকোন বিষয় নিয়ে প্রতিবেদন লেখা যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই পর্যবেক্ষণ,পর্যালোচনা, বিচার-বিশ্লেষণ, গবেষণা এবং সার্বিক সতর্কতা বিবেচনায় রেখে প্রস্তুত করতে হয়।

প্রতিবেদনের প্রকারভেদ।

প্রতিবেদন দুই ধরনের হয়। 
১. সংবাদ প্রতিবেদন
২. প্রাতিষ্ঠানিক প্রতিবেদন

সংবাদ প্রতিবেদন: সংবাদপত্রে প্রকাশের উদ্দেশ্যে লিখিত প্রতিবেদনকে সংবাদ প্রতিবেদন বলে। নিজস্ব সংবাদদাতা ও প্রতিবেদক এবং বিভিন্ন দেশী ও বিদেশী সংবাদ সংস্থার মাধ্যমে এসব সংবাদ প্রতিবেদন সংগ্রহ করা হয়।

প্রাতিষ্ঠানিক প্রতিবেদন: কোনো প্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক কাঠামো, কার্যাবলি, ঘটনা বা অবস্থা যাচাই করে সে সম্পর্কিত তথ্য, তত্ত্ব, উপাত্ত তুলে ধরে যে বিবরণী প্রণয়ন করা হয়, তাকে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলে। এই ধরনের প্রতিবেদন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক আদিষ্ট হয়ে লেখা হয়। উদাহরণস্বরূপ, কোনো প্রতিষ্ঠানের বার্ষিক ভ্রমণ অথবা গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন, কোনো পরীক্ষাকেন্দ্রে গোলযোগ সম্পর্কিত প্রতিবেদন, কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর ষান্মাসিক, বার্ষিক কিংবা দ্বিবার্ষিক প্রতিবেদন, কোথাও সংঘটিত দুর্ঘটনা, চুরি, ডাকাতি কিংবা লুটপাট সংক্রান্ত প্রতিবেদন।
তথ্য সুত্রঃ উইকিপিডিয়া।

উপরোক্ত লেখার পরিপ্রেক্ষিতে আপনি বুঝতে পেরেছেন প্রতিবেদন কি এবং কি কি বিষয়ের উপর নজরদাড়ি বাড়ানো উচিৎ। প্রতিবেদনের প্রকারভেদের উপর জ্ঞানসম্মত প্রচেষ্টায় যে কোন বিষয় নিয়ে আপনি প্রতিবেদন বানাতে পারবেন। আশাকরি বুঝতে পেরেছেন। 
এবার জেনে নিবো প্রামাণ্যচিত্র সম্পর্কে,প্রামাণ্যচিত্র কি এবং কিভাবে প্রামাণ্যচিত্র বানানো সম্ভব।

প্রামাণ্যচিত্র - Documentary

প্রামাণ্যচিত্র শব্দটি ইংরেজি Documentary থেকে এসেছে।একটি ডকুমেন্টারি/প্রামাণ্যচিত্র এমন একটি চলচ্চিত্র যা কোনও নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে সত্যিকারের প্রতিবেদন সরবরাহ করে। এটি বাস্তব ঘটনা, লোক, পরিস্থিতি, আবেগ এবং প্রতিক্রিয়া বা শর্তের সঠিক প্রতিনিধিত্ব প্রকাশ করে। একটি ডকুমেন্টারির মূল লক্ষ্য দর্শকদের অবহিত করা এবং তাদের শিক্ষিত করা। এটি একটি HISTORICAL/ঐতিহাসিক রেকর্ডও বজায় রেখেছে। একটি ডকুমেন্টারি/প্রামাণ্যচিত্র দর্শকদের অন্যায়ের বিরুদ্ধে স্বড় বাড়াতে বা এটি বন্ধ করার পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করতে বা প্ররোচিত করতে পারে।

ডকুমেন্টারি/প্রামাণ্যচিত্র প্রকৃত এবং ব্যক্তিগত বিষয়গুলির চেয়ে জনসাধারণের বিষয়গুলিতে উদ্বেগজনক। একটি ডকুমেন্টারি/প্রামাণ্যচিত্র বিভিন্ন বিষয় যেমন, সমাজে একটি বড় অবিচার, একটি রাজনৈতিক ঘটনা, Historical/ঐতিহাসিক ঘটনা, একটি প্রাণীর জীবন বৃত্ত ইত্যাদি সম্পর্কে হতে পারে।


ডকুমেন্টারিগুলিতে রেকর্ড করা স্বতঃস্ফূর্ত ক্রিয়া থাকতে পারে তবে সেগুলি আগে থেকেই স্ক্রিপ্ট করা যায়। তবে ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতারা ঘটনা বা চরিত্র তৈরি করে না।তারা কেবল বাস্তবতা পুনরুদ্ধার করার চেষ্টা করে। সুতরাং, ডকুমেন্টারিগুলিতে কোনও অভিনেতা/অভিনেত্রী, সেট বা মেক-আপের অবস্থান নেই। এগুলি প্রকৃত অভিনেতাদের সাথে সত্যিকারের লোকেশনে চিত্রিত করা হয়। বৈশিষ্ট্যযুক্ত ছায়াছবির তুলনায় ডকুমেন্টারিগুলি স্বল্প বাজেটের সাথে তৈরি করা হয়।

তথ্য সুত্রঃ উইকিপিডিয়া/অন্যান্য ওয়েবসাইট।

মনে রাখবেন আপনি যে বিষয় নিয়েই প্রতিবেদন বা প্রামাণ্যচিত্র বানাতে ইচ্ছুক উক্ত বিষয়ের উপর যথাযথ তথ্য সংগ্রহ এবং বাস্তবিক চিত্র/ভিডিও ফুটেজ সংগ্রহের প্রয়োজন হবে।
একটি চলমান পরিস্থিতি কিংবা কোন ঘটনা,ব্যাক্তি,স্থান ইত্যাদি সম্পর্কে প্রতিবেদন বা প্রামাণ্যচিত্র বানানো সম্ভব।
আপনার নির্দিষ্ট লক্ষ,ভালোলাগা,ভিডিও চিত্রের সংমিশ্রণ এবং তথ্য চিত্রের মাধ্যমে কাজ করতে পারেন।

স্ক্রিপ্ট ও ভয়েস অভার।

প্রতিটি প্রতিবেদনেই তথ্যের প্রয়োজন পড়ে। আর এই তথ্যে গুলো স্টেপ বাই স্টেপ সাজিয়েই স্ক্রিপ্ট লিখতে পারেন।
আপনি যদি কোন ব্যাক্তিকে নিয়ে প্রতিবেদন বানাতে চান তাহলে তার সম্পর্কে সংগ্রহীত তথ্য গুলো নোট প্যাড কিংবা ডাইরিতে স্ক্রিপ্ট আকারে লিখতে পারেন।
ধরুন আপনি সমাজ থেকে নানাভাবে বঞ্চিত একজন নিম্মবিত্ত মানুষকে নিয়ে প্রতিবেদন বানাতে চাচ্ছেন তাহলে কি কি বিষতে তথ্যের প্রয়োজন হবে আসুন ধারণা নেয়।
  • ব্যাক্তির নাম ঠিকানা বয়স।
  • ব্যাক্তির জীবন বৈচিত্র পেশা।
  • ব্যাক্তির বর্তমান অবস্থা ও ইনকাম সোর্স।
  • বঞ্চিত হবার কারণ এবং অন্যান্য তথ্য।

এসব কিছু একিই সাথে বাস্তবিক তথ্যের সত্যতা নিশ্চিত করে ভিডিও ধারণ শেষে - কথাগুলো সাজিয়ে গুছিয়ে ভিডিও ফুটেজের সাথে মিল রেখে ভয়েস রেকর্ড করতে হবে।
এরপর স্টেপ বাই স্টেপ সব কিছুর সাথে সব কিছু মিল রেখে এডিট সম্পন্য করে উক্ত ভিডিওর জন্য সুন্দর একটি টাইটেল/শিরোনাম নির্বাচন করতে হবে।
ভিডিওর টাইটেল অল্প কথায় লিখতে হবে অর্থাৎ আপনি যে বিষয়ের উপর ভিডিও নির্মাণ করবেন তারিই উপর নির্ভর করে ছোট্ট কথায় বড় সারাংশ প্রকাশ হবে এমন।

আশাকরি সব কিছু সুন্দর ভাবে বুঝতে পেরেছেন। এর পরেও যদি বুঝতে সমস্যা হয় অনুগ্রহ করে কমেন্টস করুন অথবা ফেসবুকে আমাকে মেসেজ করুন।
আজকের মত বিদায় নিচ্ছি আমি শফি,দেখা হচ্ছে অন্য কোন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url